মনিরুজ্জামান মানিক

  • হোম
  • /
  • লেখক
  • /
চিত্রকর মনিরুজ্জামান মানিক এর জন্ম ১ ফেব্রু য়ারি, ১৯৫৯ সালে নরসিংদী জেলার, পূর্ব ব্রাহ্মন্দীতে। বর্তমানে আড়াইহাজারে স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘসময় ধরে বিদেশে ও দেশে চিত্রকলার শিকক্ষতার পেশায় ছিলেন। তিনি চিত্রকর ও কবি। মানবিক চেতনা বোধে সদা জাগ্রত। মানব প্রেম, দেশ প্রেম, নৈসর্গিক প্রেম তার প্রধান বিষয়বস্তু। আড়াইহাজারে চিত্রকলা একাডেমির প্রশিক্ষক ও পরিচালনার দায়িত্বে আছেন। একুশে বইমেলায় প্রকাশিত তাঁর যৌথ কাব্যগ্রন্থ চিরদিনের বর্ণমালা ও শতাব্দীর পংক্তিমালা। একক কাব্য গ্রন্থ সন্ধাতারা অমর একুশে বই মেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে। যা ইতিমধ্যে পাঠকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে।


আপনি কি খুজছেন?

সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না? তথ্য খুঁজতে নীচের অনুসন্ধান ব্যবহার করুন।